পাসপোর্ট করতে কি কি লাগে

RightNowBD এর আজকের পোস্টে আমরা জানবো পাসপোর্ট করতে কি কি লাগে সে সম্পর্কে। আমাদের অনেক পরিচিত মানুষ মাঝেমধ্যে জিগ্যেস করে থাকেন যে পাসপোর্ট করতে কি কি লাগে? আজকের পাসপোর্ট করতে কি কি লাগে পোস্টটি শুধুমাত্র তাদের জন্যই। পাসপোর্ট করতে কি কি লাগে এই সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকেই অনলাইনে ই-পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারেন না। আবেদন করলেও তা সম্পূর্ণ নির্ভুল হয় না।

পাসপোর্ট করতে কি কি লাগে সে সম্পর্কে বিস্তারিত না জানার কারণে অনেকে পাসপোর্ট অফিসে গিয়েও অনেক ধরণের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাই আজকের পোস্টে পাসপোর্ট করতে কি কি লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় সে সম্পর্কেও বলার চেষ্টা করব।

পোস্ট সূচিপত্রঃ পাসপোর্ট করতে কি কি লাগে

  • পাসপোর্ট করতে কি কি লাগে 
  • পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 
  • শিশুদের জন্য পাসপোর্ট করতে কি কি লাগে
  • সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে
  • শেষ মন্তব্য 

পাসপোর্ট করতে কি কি লাগে 

পাসপোর্ট তৈরি করতে হলে প্রাপ্তবয়স্কদের প্রয়োজন হয় জাতীয় পরিচয় পত্র আর অপ্রাপ্তবয়স্কদের প্রয়োজন হয় অনলাইন জন্ম নিবন্ধন সনদ। প্রাপ্তবয়স্ক যারা এখনো তাদের জাতীয় পরিচয় পত্র হাতে পাইনি তারা চাইলে জন্মনিবন্ধন সনদ দিয়েও পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারে।

সরকারি চাকরিজীবী যারা আছে, তাদের পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজন হয় GO অথবা NOC। এই ডকুমেন্টস এর পাশাপাশি তাদের প্রয়োজন হয় নাগরিক সনদপত্র এবং পেশাজীবী প্রমাণ পত্র।

কারোর পাসপোর্ট যদি হারিয়ে যায়, তাহলে পাসপোর্ট ইস্যু আবেদনের জন্য প্রয়োজন হয় হারানো পাসপোর্ট এর জন্য করা GD Copy। তাই দ্রুতই আপনার পাসপোর্ট যে থানার আন্ডারে হারিয়েছে, সেই থানায় একটি সাধারণ ডায়েরি করে সেটি সংরক্ষণ করুন।

পাসপোর্ট অথবা ই-পাসপোর্ট আবেদনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পাসপোর্ট ফি পরিশোধ করা। পাসপোর্ট ফি প্রদান করার জন্য ২ টি মাধ্যমে রয়েছে। একটি অনলাইন অন্যটি অফলাইন। অনালাইনে পেমেন্ট করলে ই-চালানের রিসিট সাথে রাখুন। আর অফলাইনে পেমেন্ট করলে ব্যাংক থেকেই একটি স্লীপ দিয়ে দিবে, সেটি কাছে রাখুন।

পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 

পাসপোর্ট চাইলেই আবেদন করা যায় না। এরজন্য প্রয়োজন হয় বেশ কিছু ডকুমেন্টস। এসব ডকুমেন্টস আবেদনের আগেই ঠিক করে রাখতে হয়। নাহলে পরবর্তীতে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হতে হয়। তাহলে চলুন জেনেনেই পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সম্পর্কে। 

  • পাসপোর্ট আবেদনের অনলাইন কপি
  • আবেদনের সামারি
  • জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদপত্র
  • পাসপোর্ট ফি পরিশোধের চালান রশিদ
  • নাগরিকত্ব সনদপত্র / চেয়ারম্যান সার্টিফিকেট 
  • পেশা প্রমাণের কাগজপত্র 
  • পুলিশ ভেরিফিকেশন ডকুমেন্টস 

পাসপোর্ট আবেদনের সময় এই ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়। এই ডকুমেন্টস গুলো থাকলে আপনি সহজেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সেই সাথে আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না।

শিশুদের জন্য পাসপোর্ট করতে কি কি লাগে

শিশুদের বিদেশ ভ্রমণের জন্যও পাসপোর্ট প্রয়োজন হয়। তাদের পাসপোর্ট এর জন্য আবেদন করতে হয় তাদের বাবা অথবা মায়ের। শিশুদের পাসপোর্ট করতে হলে, শিশুর অনলাইন জন্মনিবন্ধন সনদ এর কপি প্রয়োজন। এর সাথে শিশুর পিতা মাতার জাতীয় পরিচয় পত্র যুক্ত করতে হবে। 

শিশুদের জন্য পাসপোর্ট করতে কি কি লাগে সেটার একটা লিস্ট নিচে দেওয়া হলো -

  • শিশুর অনলাইন জন্মনিবন্ধন সনদপত্র
  • পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি
  • শিশুর পাসপোর্ট এপ্লিকেশন সামারি
  • শিশুর পাসপোর্ট ফর্ম
  • পাসপোর্ট এর ফি পরিশোধের চালান 
  • শিশুর 3R সাইজের ছবি ( ল্যাব প্রিন্ট ও গ্রে ব্যাকগ্রাউন্ড) 

শিশুদের পাসপোর্ট আবেদনের জন্য সাধারণত এই ডকুমেন্ট গুলোই প্রয়োজন হয়ে থাকে।

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে

পাসপোর্ট তৈরি করতে হলে সবারই প্রায় একই ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়। তবে যারা সরকারি চাকরি করে, তাদের একটি এক্সট্রা ডকুমেন্টস এর প্রয়োজন হয়। সেটা হলো GO (Government Order) অথবা NOC (No Objection Certificate)। এই ২ টার ভেতর যেকোনো ১ টির প্রয়োজন হয় সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে। 

GO (Government Order): GO হলো সরকারি আদেশ। সরকারি কাজে দেশের বাহিরে যেতে হলে তখন পাসপোর্ট আবেদনের সাথে GO যুক্ত করা লাগে।

NOC (No Objection Certificate): যারা সরকারি চাকরিজীবী, তারা বাহিরে যেতে চাইলে পাসপোর্টের আবেদনের সময় তাদের কর্মক্ষেত্র থেকেই এই NOC ডকুমেন্টসটা নিয়ে নিতে হয়। পরবর্তীতে পাসপোর্ট আবেদনের সময় এটি হালনাগাদ করতে হয়।

শেষ মন্তব্য 

পাসপোর্ট করতে কি কি লাগে পোস্টটি করা হয়েছে আমাদের কিছু নিয়মিত পাঠকদের জন্য। তাদের কথা মাথায় রে পাসপোর্ট করতে কি কি লাগে পোস্টটি করা, এতে শুধুমাত্র আমাদের নিয়মিত পাঠকই না, অন্যরাও উপকৃত হবে আশা করি। আমাদের এসব পোস্ট আপনার ভালো লাগলে অবশ্যই আমাদের ফলো করুন। 

এমন তথ্য বহুল পোস্ট পেতে সেয়ার ও কমেন্ট করুন। পাসপোর্ট করতে কি কি লাগে পোস্টের মত আপনার অন্য কোনো পোস্ট প্রয়োজন হলে তা কমেন্টে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পোস্টে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url