ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়
বর্তমান সময়ে ফেসবুকের ফিডে অনেক সময় অশ্লীল ভিডিও চলে আসে। এতে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তাই অনেকেই গুগলে সার্চ করে ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায় লিখে। তাই রাইটনাওবিডি এর আজকের পোস্টে আমরা জানবো ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায় সম্পর্কে।
অনেকেই পরিবার পরিজন নিয়ে ফেসবুকে অনেক নিউজ দেখে থাকে। কিন্তু হটাৎই তখন এসব অশ্লীল ভিডিও চলে আসলে কতটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় ভেবে দেখুন। তাহলে দেরি না করে চলুন এখনই জেনেনি, ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায় সম্পর্কে।
পোস্ট সূচিপত্র: ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়
- ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়
- বাজে গ্রুপ বা পেইজ আনফোলো করা
- ফেসবুকে অশ্লীল ভিডিও আসা বন্ধ করার নিয়ম
- শেষ কথা
ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়
ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায় জানতে নিচের দেখানো স্টেপ গুলো ফলো করুন।
- প্রথমেই ফেসবুক এপটি ওপেন করুন। এরপর উপরের ডান পাশে প্রোফাইল আইকনে ক্লীক করুন।
- এরপর নিচের দিকে যেয়ে সেটিং অপশন সিলেক্ট করুন।
- এরপর অনেক গুলো অপশন আসবে। অনেক গুলো অপশন এর ভেতরে “News Feed” অপশনটি খুজে বের করে সেটাতে ক্লীক করুন।
- তারপর ৫ টাই অপশন দেখবেন। সবার নিচের অপশন “Reduce” সিলেক্ট করুন।
- এবার আপনি আবারো ৩ টি অপশন পাবেন। এবারো শেষ এর অপশনটি অর্থাৎ “Sensitive Content” সিলেক্ট করুন।
- এরপর আপনি আরো ২ টি অপশন দেখতে পাবেন, “Reduce (Default)” এবং “Reduce More”। এবার “Reduce More” সিলেক্ট করে দিলেই হয়ে যাবে।
এটাই ফেসবুকের সেটিংস থেকে ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়। এই স্টেপ ফলো করলে আপনার ফেসবুকের নিউজ ফিডে অশ্লীল ভিডিও আসা অনেকটা বন্ধ হয়ে যাবে।
বাজে গ্রুপ বা পেইজ আনফোলো করা
বেশিরভাগ সময় ফেসবুকের ভিডিও দেখতে দেখতে হটাৎই এসব অশ্লীল ভিডিও সামনে চলে আসে। এটা আমাদের জন্য উপকারী নয়। আমরা সকলেই চায় সর্বদা নিরাপদে থাকতে। এজন্যই আমাদের জানা উচিৎ ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়।
ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায় সম্পর্কে উপরের স্টেপ ফলো করার পরও যদি আপনার নিউজ ফিডে অশ্লীল ভিডিও আসে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো অশ্লীল গ্রুপ বা পেইজ ফলো দেওয়া আছে। এজন্য অবশ্যই সেই পেইজ বা গ্রুপকে আনফলো করতে হবে।
এরফলে তারা কোনো অশ্লীল কন্টেন্ট পাবলিশ করলে সেগুলো আর আপনার সামনে আসবে না। কিন্তু, আপনি সেই পেইজ বা গ্রুপ গুলো কিভাবে খুজে বের করবেন?
এজন্য সহজ পথ অবলম্বন করতে হবে। যখনই কোনো অশ্লীল ভিডিও কনটেন্ট আপনার ফিডে আসবে, আপনি তখনই সেই আইডি বা পেইজে ভিজিট করে দেখে নিবেন ফলো দেওয়া আছে কিনা? যদি ফলো দেওয়া থাকে তাহলে অবশ্যই আনফলো করবেন। আর ফলো দেওয়া না থাকলে ব্লক করে দিবেন।
এরপর থেকে আপনার নিউজ ফিডে ওই পেইজ বা গ্রুপ থেকে আর কনটেন্ট আসবে না।
ফেসবুকে অশ্লীল ভিডিও আসা বন্ধ করার নিয়ম
ফেসবুকে অশ্লীল ভিডিও সামনে আসলে আমরা সেগুলোকে রিডিউস করতে জানি না। ফেসবুক অটো সাজেশন এসকল পোস্ট আমাদের সামনে দেখায়। তাহলে এবার চলুন জেনেনি কিভাবে এসব ভিডিও রিডিউস করা যেতে পারে।
এসব ভিডিও রিডিউস করলে, ফেসবুক আমাদের সামনে এধরণের ভিডিও কম করে সাজেশন করবে। এজন্য নিচের সাজেশন গুলো ভালোকরে ফলো করুন:
- কোনো অশ্লীল কন্টেন্ট আপনার সামনে আসলে, সেই পোস্টের তিন ডটে ক্লীক করুন।
- এরপর I don’t want to see this অপশনে ক্লীক করে Hide all from করে দিন।
- অথবা তিন ডটে ক্লীক করে Show less অপশনে ক্লীক করে দিন।
এই স্টেপ ফলো করলে, এই ধরনের ভিডিও কন্টেন্ট গুলো আপনার সামনে আসা কমিয়ে দেওয়া শুরু করবে ফেসবুক নিজেই।
শেষ কথা
রিডার্স আশা করি ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে আপনারা উপকৃত হয়েছেন। নিজের নিরাপত্তার জন্য এই স্টেপ গুলো ফলো করুন। পোস্টটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে সেয়ার করুন ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়।
আজ এ পর্যন্তই রইল। দেখা হবে আবার অন্য কোনো পোস্টে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই সাথে আমাদের পোস্টটি সেয়ার করতে ভুলবেন না।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url