রাজশাহী জেলার থানা কয়টি - রাজশাহী জেলার ইউনিয়ন সমূহ

নিরাপত্তা ও বিভিন্ন প্রয়োজনে মানুষ থানায় যায় তাই রাজশাহী জেলার থানা কয়টি এবং কোথায় অবস্থান সেটা আমাদের জানতে হবে। অন্যান্য জেলার মতো রাজশাহী জেলার ইউনিয়ন সমূহ আছে সেটা রাজশাহীবাসীর জেনে রাখা উচিত। আজকের আর্টিকেলে রাজশাহী জেলার থানা কয়টি আছে জানতে পারবেন।
বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর রাজশাহী। রেশম নগরী হিসেবে পরিচিত আছে এই শহরের। এ শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অন্যান্য বিভাগ জেলার অনেক শিক্ষার্থী রাজশাহী জেলাতে এসে পড়াশোনা করছেন। তাদের নিরাপত্তা একটা বিষয় আছে। এটা সরকারকে অবশ্যই দিতে হবে। আর সেজন্য থানা স্থাপন করা হয়। রাজশাহী জেলার থানা কয়টি জানলে মানুষের উপকার হবে।

পেজ সূচিপত্র : রাজশাহী জেলার থানা কয়টি - রাজশাহী জেলার ইউনিয়ন সমূহ

রাজশাহী জেলার থানা কয়টি

আজকে রাজশাহী জেলার থানা কয়টি ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন উক্ত আর্টিকেলে। রাজশাহী জেলার মোট থানার সংখ্যা হচ্ছে ১৩টি। যার মধ্যে মেট্রোপলিটন এলাকায় রয়েছে ৪টি। এসব থানায় অসংখ্য পুলিশ সদস্য রয়েছেন। এই ১৩টি থানার মাধ্যমে রাজশাহী জেলার সার্বিক নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখা হয়। জেলার কোথাও কারো কোনো সমস্যা হলে এসব থানায় মানুষ সহযোগিতা পেয়ে থাকেন।

রাজশাহী জেলার উপজেলা ও ইউনিয়ন

রাজশাহী জেলার উপজেলা ও ইউনিয়ন এর সংখা অনেকেরই না জানা থাকতে পারে। রাজশাহী জেলার থানা কয়টি এর মতো রাজশাহী জেলার উপজেলা ও ইউনিয়ন এর সংখ্যা কতটি জানার জন্য পড়তে থাকুন। রাজশাহী জেলার ৯টি উপজেলা ও ৭১টি ইউনিয়ন রয়েছে। নিচে সেগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো।
পবা উপজেলা ও এর ইউনিয়নসমূহ
  • ০১নং দর্শন পাড়া
  • ০২নং হুজুড়ী পাড়া
  • ০৩নং দামকুড়া
  • ০৪নং হরিপুর
  • ০৫নং হড়গ্রাম
  • ০৬নং হরিয়ান
  • ০৭নং বড়গাছি
  • ০৮নং পারিলা
দুর্গাপুর উপজেলা ও এর ইউনিয়নসমূহ
  • ০১নং নওপাড়া
  • ০২নং কিসমতগণকৈড়
  • ০৩নং পানানগর
  • ০৪নং দেলুয়াবাড়ি
  • ০৫নং ঝালুকা
  • ০৬ নং মাড়িয়া
  • ০৭নং জয়নগর
মোহনপুর উপজেলা ও ইউনিয়নসমূহ
  • ০১নং ধুরইল
  • ০২নং ঘাসিগ্রাম
  • ০৩নং রায়ঘাটি
  • ০৪নং মৌগাছি
  • ০৫নং বাকশিমইল
  • ০৬নং জাহানাবাদ
চারঘাট উপজেলা ও ইউনিয়নসমূহ
  • ০১নং ইউসুফপুর
  • ০২নং শলুয়া
  • ০৩নং সরদহ
  • ০৪নং নিমপাড়া
  • ০৫নং চারঘাট
  • ০৬নং ভায়ালক্ষীপুর
পুঠিয়া উপজেলা ও ইউনিয়নসমূহ
  • ০১নং পুঠিয়া
  • ০২নং বেলপুকুরিয়া
  • ০৩নং বানেশ্বর
  • ০৪নং ভালুক গাছি
  • ০৫নং শিলমাড়িয়া
  • ০৬নং জিউপাড়া
বাঘা উপজেলা ও ইউনিয়নসমূহ
  • ০১নং বাজুবাঘা
  • ০২নং গড়গড়ি
  • ০৩নং পাকুড়িয়া
  • ০৪নং মনিগ্রাম
  • ০৫নং বাউসা
  • ০৬নং আড়ানি
  • ০৭নং চকরাজাপুর
গোদাগাড়ী উপজেলা ও ইউনিয়নসমূহ
  • ০১নং গোদাগাড়ী
  • ০২নং মোহনপুর
  • ০৩নং পাকড়ি
  • ০৪নং রিশিকুল
  • ০৫নং গোগ্রাম
  • ০৬নং মাটিকাটা
  • ০৭নং দেওপাড়া
  • ০৮নং বাসুদেবপুর
  • ০৯নং আষাড়িয়াদহ
তানোর উপজেলা ও ইউনিয়নসমূহ
  • ০১নং কলমা
  • ০২নং বাধাইড়
  • ০৩নং পাঁচন্দর
  • ০৪নং সরঞ্জাই
  • ০৫নং তালন্দ
  • ০৬নং কামারগাঁ
  • ০৭নং চান্দুড়িয়া
বাগমারা উপজেলা ও ইউনিয়নসমূহ
  • ০১নং গোবিন্দপাড়া
  • ০২নং নরদাশ
  • ০৩নং দ্বীপপুর
  • ০৪নং বড়বিহানলী
  • ০৫নং আউচপাড়া
  • ০৬নং শ্রীপুর
  • ০৭নং বাসুপাড়া
  • ০৮নং কাচাড়ী কোয়ালিপাড়া
  • ০৯নং শুভডাঙা
  • ১০নং মাড়িয়া
  • ১১ নং গণিপুর
  • ১২ নং ঝিকড়া
  • ১৩নং গোয়ালকান্দি
  • ১৪নং হামিরকুতসা
  • ১৫নং যোগিপাড়া
  • ১৬নং সোনাডাঙা

রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সমূহ

রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সমূহ অন্যান্য সিটি কর্পোরেশন এর মতোই। রাজশাহী জেলার থানা কয়টি বা কয়টি থানা সিটি কর্পোরেশনের ভিতরে আছে তার সঠিক উত্তর হচ্ছে ৪টি থানা সিটি কর্পোরেশনের ভিতরে আছে।নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের সদস্যদেরকে মেয়র, কাউন্সিলর, প্রশাসকি প্রভৃতি বলা হয়। সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রধানকে মেয়র বলা হয়। মেয়রকে বিভিন্ন কাজে সাহায্য করেন এলাকা-ভিত্তিক নির্বাচিত কাউন্সিলরগণ।
রাজশাহী সিটি কর্পোরেশনও এর ব্যতিক্রম নয়। রাজশাহীতে একজন মেয়র রয়েছেন। তিনি হচ্ছেন জননেতা এ এইচ এম খাইরুজ্জামান লিটন। এছাড়াও রয়েছে ৩০ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন ১০ জন। ইনারা সকলে মিলে রাজশাহী শহরের যাবতীয় দেখাশোনা করে থাকেন এবং রাজশাহীর উন্নয়নে কাজ করেন। একটা শহর পরিচালনা করতে যা যা করা দরকার হয় তার সব গুলোই করে থাকেন। নাগরিকদের যেকোনো সমস্যায় সবার আগে এসব প্রতিনিধিগণই পাশে দাঁড়ায়।

রাজশাহী জেলার পৌরসভার নাম

রাজশাহী জেলার পৌরসভার নাম আপনারা ইতিমধ্যে জেনেছেন কারণ রাজশাহী জেলার থানা কয়টি তা নিয়ে আগেই তথ্য দেওয়া হয়েছে। আর একটা জেলার থানা ও পৌরসভার সংখ্যা একই হয়। আপনারা উক্ত বিষয়টি অবশ্যই জানেন। রাজশাহী জেলার থানা সম্পর্কে মনে না থাকলে উপর থেকে দেখে আসতে পারেন। এখন রাজশাহী জেলার পৌরসভার নাম কি কি তা আবারো আপনাদের সুবিধার্থে তালিকা আকারে নিচে দেওয়া হলো। রাজশাহীতে ১৪টি পৌরসভা আছে।
  • বাঘা পৌরসভা
  • আড়ানি পৌরসভা
  • চারঘাট পৌরসভা
  • পুঠিয়া পৌরসভা
  • কাটাখালি পৌরসভা
  • নওহাটা পৌরসভা
  • কাঁকনহাট পৌরসভা
  • গোদাগাড়ী পৌরসভা
  • মুন্ডুমালা পৌরসভা
  • তানোর পৌরসভা
  • দুর্গাপুর পৌরসভা, রাজশাহী
  • ভবানীগঞ্জ পৌরসভা
  • তাহেরপুর পৌরসভা
  • কেশরহাট পৌরসভা

রাজশাহী জেলার শিক্ষার হার কত

রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়। একটি দেশ তত উন্নত হবে যত শিক্ষার হার বাড়বে। শিক্ষিত ব্যক্তিরা সমাজের উন্নয়নে বিভিন্ন অবদান রাখে। শিক্ষিত ব্যক্তিদের  মাধ্যমে একাদশ শ্রেণী উন্নয়ন সম্ভব। আর এই শিক্ষা অর্জন শুরু হয় জেলা পর্যায়ে থেকেই। রাজশাহী জেলাতে অনেক বিদ্যাপীঠ রয়েছে। দেশের অনেক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রাজশাহীতে। এসব প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থীর অধ্যয়ন করে। রাজশাহী জেলার অনেক স্থানীয়  মানুষ এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং তাদের সন্তানরা করছেন। রাজশাহী জেলার শিক্ষার হার আদমশুমারি ২০২২ অনুযায়ী রাজশাহী জেলার সাক্ষরতার হার ৭৫.৯১ শতাংশ।

শেষ কিছু কথা

আমাদের বিভিন্ন কাজে রাজশাহী জেলার থানা কয়টি তা প্রয়োজন হয়। রাজশাহীতে বসবাস করতে হলে জেলার থানা সম্পর্কে অবশ্যই জানতে হবে। রাজশাহী জেলার থানা কয়টি না জানলে কোনো আপদ বিপদে সাহায্য নেওয়া যাবেনা। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সকল বিষয় জেনে রাখা দরকার। যেগুলো যেকোনো সময় দরকার হতে পারে। রাজশাহী জেলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের মাঝে আলোচনা করা হলো। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ২৬১৪০

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url