ছেলেদের গজ দাঁত থাকলে কি হয়

ছেলেদের গজ দাঁত থাকলে কি হয় এই সম্পর্কে আপনারা অনেকই হয়তো জানেন না এবং এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কেও জানিনা। তাই আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ছেলেদের গজ দাঁত থাকলে কি হয়। তাহলে চলুন একদম সহজভাবে দেখে নেওয়া যাক ছেলেদের গজ দাঁত থাকলে কি হয়।
গজ দাঁত শুধুমাত্র মেয়েদেরই যে বের হবে এমনটা না বরং ছেলদেরও বের হয়। কিন্তু এটা কখন বা কোনো বয়সে বের হয় তা আমরা কেউই জানিনা। এছাড়াও ছেলেদের গজ দাঁত থাকলে কি হয় এটাও আমাদের অজানা। তাই আপনাকে জানতে হবে ছেলেদের গজ দাঁত থাকলে কি হয়।

পেজ সূচিপত্র: ছেলদের গজ দাঁত থাকলে কি হয়

গজ দাঁত কি

আমাদের আর্টিকেলের ভাষায় এটাকে গজ দাঁত বললেও, আপনারা এটাকে মূলত আক্কেল দাঁত নামে চিনেন। মুখের উপরের এবং নীচে মোট ৪টি দাঁতকে গজ দাঁত বলে। গজ দাঁত সাধারণত ১৮-২৫ বছর বয়সের মধ্যে যে কোনো সময় ফেটে যায়। মুখের মধ্যে ৩২টি দাঁতের জায়গা না থাকলে আক্কেল দাঁত ফেটে যাওয়ার সময় প্রচণ্ড ব্যথা হয়। কারণ দাঁত বের হওয়ার জায়গা নেই। তাই আপনার জেনে থাকা উচিত যে ছেলেদের গজ দাঁত থাকলে কি হয়। গজ দাঁতের জন্য জায়গা তৈরি করতে অনেক সময় ডেন্টিস্ট দেখালো লাগে। অনেকে বলে গজ দাঁত বড় হওয়া মানে জ্ঞানী হওয়া।

গজ দাঁত কেনো বের হয়

সাধারণত আমাদের যখন ১৮ বছর বয়সে গজ দাঁত বের হয় তখন আমাদের গজ দাঁত বের হবার সময়। কিন্তু ছেলেদের গজ দাঁত থাকলে কি হয় এটা আমরা অনেকেই জানিনা। যখন সেই দাঁত বের হওয়ার সময় কোনো কারণে আটকে যায়, তখন সেই গজ দাঁতের সমস্যা শুরু হয়। এই ধরনের সমস্যা শুধুমাত্র গজ দাঁতে হয় কিন্তু অন্য দাঁতে নয়। আগেই বলা হয়েছে, বিবর্তন আমাদের চোয়ালকে আগের চেয়ে ছোট করেছে। এই ছোট চোয়ালগুলি যদি সঠিকভাবে না থাকে তবে দাঁতগুলি একে অপরের উপরে বের হবে। অনেক সময় তারা একটা দাঁতের ওপর অন্যটা আটকিয়ে যায়।

ছেলেদের গজ দাঁত থাকলে কি হয়

গজ দাঁত সাধারণত মাড়ির নীচের আঁকাবাঁকা দাঁতকে বোঝায়। যারা জানেন না ছেলেদের গজ দাঁত থাকলে কি হয় তারা জেনে নিন যে জ্যোতিষীদের মতে গজ দাঁত, অর্থাৎ যাদের গজ দাঁত আছে তাদের জীবন সাধারণত সংগ্রাম ও ব্যর্থতার মধ্য দিয়ে পার করার সম্ভাবনা থাকে। জীবনে তাদেরকে অনেকরকম সমস্যার সম্মুখীন হতে হবে। এক কথায় বলা যায়, ছেলেদের ক্ষেত্রে গজ দাঁত হলো সংগ্রাম ও ব্যর্থতার লক্ষণ। এই ধরনের দাঁতওয়ালা লোকেরা সত্য কথা বলে না এবং প্রতারণা করে বেঁচে থাকে। কিন্তু সব ক্ষেত্রে এই ব্যাখ্যা সঠিক নাও হতে পারে।

মেয়েদের গজ দাঁত থাকলে কি হয়

এতক্ষণ তো দেখলেন ছেলেদের গজ দাঁত থাকলে কি হয়। তাহলে চলুন এখন দেখে নেই মেয়েদের গজ দাঁত থাকলে কি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যোতিষীদের মতে, যদি কোনও মেয়ের গজ দাঁত থাকে তবে সে তার স্বামীর উপর শক্তিশালী কর্তৃত্ব প্রয়োগ করার ক্ষমতা দেখাতে পারবে। এক কথায়, গজ দাঁতওয়ালী মেয়েরা তাদের স্বামীর উপর সমস্ত দাবি করার ক্ষমতা অর্জন করে ফেলে। এই বৈশিষ্ট্য অনুসারে বলা যেতে পারে যে, মেয়েরা স্বভাবতই তাদের কাছ থেকে অন্যকে দমন করতে পছন্দ করে না। তারা সব সময়ই চায় যে ছেলেরা তাদের কথামত চুলাফেরা করুক।

গজ দাঁতের অসুবিধা

কখনও কখনও গজ দাঁতের সংক্রমণ শুরু হয় অর্ধেক উন্মুক্ত দাঁতের ওপর। অর্থাৎ মূলের উপরে আবৃত 'এনামেল' ঘিরে থাকা মাংস ভেদ করে এই গজ দাঁত বের হয়ে থাকে। এমনকি এটা ছেলেদেরও বের হয় কিন্তু আমরা বুঝতে পারিনা ছেলেদের গজ দাঁত থাকলে কি হয়। এবং এর কিছু অসুবিধাও আছে। যেমন, জায়গাটা ফুলে উঠলেই উল্টো মেরুর দাঁত বারবার ফুলে ওঠা মাংস। তখন পরিস্থিতি আরও জটিল ও বেদনাদায়ক হয়ে ওঠে। সমস্যাটি শুরুতে হালকা হলেও পরে চোয়ালে খুব ব্যথা হয়। তখন খেতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়। গাল এবং গলা ফুলে যায়। মাঝে মাঝে ব্যথার সাথে জ্বর আসে।

শেষ কিছু কথা

গজ দাঁত ছেলে মেয়ে উভয়ের জন্যই অনেক কষ্টকর এবং চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আপনকে অবশ্যই এইবিষয়ে বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবং যারা জানেনা ছেলেদের গজ দাঁত থাকলে কি হয় অথবা মেয়েদের গজ দাঁত থাকলে কি হয় তারা হয়তো এতক্ষণে উক্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। এছাড়াও গজ দাঁত নিয়ে আপনার যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আপনার পার্শ্ববর্তী অথবা খুব ভালো মানের একটা ডেন্টিস্টের কাছে পরামর্শ নেওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ হবে।
আশা করি আজকের আর্টিকেল পড়ে আপনি জানতে পেরেছেন চেলদের গজ দাঁত থাকলে কি হয়। এমন আরো স্বাস্থ্য ও চিকিৎসা, কম্পিউটার ও টেকনোলজি রিলেটেড টিপস আর ট্রিকস পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট। এতোক্ষন মন দিয়ে আমাদের আর্টিকেল পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।২৬১৪২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url