চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে
চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে তা আমাদের মাঝে অনেকেই সঠিকভাবে জানেনা।
আপনাদের অনেকের চামড়ার জ্যাকেট রয়েছে কিন্তু চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন
যেভাবে সেটা না জানার জন্য জ্যাকেট অল্প সময়ে নষ্ট হয়ে যায়। আজকের আর্টিকেলে
চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে জানতে পারবেন।
আপনারা যারা চামড়ার জ্যাকেট বা বিভিন্ন চামড়ার পোশাক ব্যবহার করেন তাদের অনেক
বড় সমস্যা হচ্ছে এটার যত্ন নেওয়া। আসলে অন্যান্য পোশাকের মতো চামড়ার পোশাকের
যত্ন নেওয়া একই নয় একটু আলাদা। আজকের আর্টিকেলে চামড়ার জ্যাকেট সম্পর্কে
বিস্তারিত ভাবে জানতে পারবেন।
পেজ সূচিপত্র : চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে
- চামড়ার জ্যাকেট কি
- লেদার পোশাকের যত্ন নেবেন যেভাবে
- চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে
- লেদারের জ্যাকেট পরিষ্কার করবেন যেভাবে
- শেষ কিছু কথা
চামড়ার জ্যাকেট কি
চামড়ার জ্যাকেট কি তা আমরা অনেকেই জানি। চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে
সেটা জানার আগে আমরা একটু চামড়ার জ্যাকেট কি তা নিয়ে আলোচনা করব। চামড়ার
জ্যাকেট হচ্ছে এক ধরনের পোশাক যা চামড়া থেকে তৈরি হয়। চামড়ার জ্যাকেট বিভিন্ন
ধরনের পশুর চামড়া থেকে তৈরি করা হয়। এটা দেখতে খুবই সুন্দর ও মজবুত হয়। বিশেষ
করে গরু,ছাগল, মহিষ ইত্যাদির চামড়া থেকে পোশাক তৈরি করা হয়।
চামড়ার জ্যাকেট অধিকাংশ সময় স্টাইল এবং ফ্যাশন হিসেবে ব্যবহার করা হয়। এবং
শীতের সময় ঠান্ডা থেকে রক্ষা করে থাকে চামড়ার জ্যাকেট। এটা আমাদের দেহকে গরম
রাখে।
লেদার পোশাকের যত্ন নেবেন যেভাবে
চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে শধু সেটা জানলেই হবেনা। আমাদের আরো
জানতে হবে লেদার পোশাকের যত্ন নেবেন যেভাবে। লেদার পোশাক বিভিন্ন ভাবে যত্ন
নেওয়া যায়। সবার আগে আপনাকে ঠিক করতে হবে আপনার কাছে কোন ধরনের লেদার
রয়েছে। আবার লেদারের কোন পণ্যটি রয়েছে তার উপর নির্ভর করছে লেদার পোশাকের
যত্ন নেবেন যেভাবে। লেদার পোশাক সব সময় শোকেসে সুন্দর করে রাখতে হবে
ব্যবহার শেষে।
আরো পড়ুন : বরিশাল জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম
লেদার পোশাকের যত্ন নেবেন যেভাবে তা আরো ভালো ভাবে বললে এতে কোনো ধরনের
ভাঁজ পড়তে দেওয়া যাবেনা। ভাঁজ পড়লে লেদারের ক্ষতি হতে পারে৷ লেদারের
জ্যাকেট কোনো ভাবে ভিজে গেলে তা যত্ন সহকারে মুছে নিতে হবে। লেদারের পোশাকে
কোনো ধরনের ধুলো, ময়লা পড়লে তা খুব সাবধানের সাথে পরিষ্কার করতে হবে।
লেদারের পোশাকে কোনো প্রকার সাবান ব্যবহারে সতর্ক থাকতে হবে।
চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে
শীতের জনপ্রিয় পোশাক হচ্ছে চামড়ার জ্যাকেট। এখন আমরা আলোচনা করব চামড়ার
জ্যাকেটের যত্ন নেবেন তা নিয়ে। চামড়ার জ্যাকেট দেখতে যেমন সুন্দর, তেমনই
মজবুত ও মানানসই। অনেকেই শখ করে চামড়ার জ্যাকেট কিনে থাকে। তবে এই শখের
পোশাক বা চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে সেটা জানতে হবে। এর যত্ন
অন্যসব পোশাক থেকে অনেকটা ভিন্ন।
আরো পড়ুন : ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথা
চামড়ার জ্যাকেট যখন ইস্ত্রি করবেন তখন অনেক সাবধান থাকতে হবে। কারণ
চামড়ার জ্যাকেট ইস্ত্রি করার কোনো সুযোগ নেই। তাই চেষ্টা করতে হবে যেন
ভাঁজ না পড়ে। আবার চামড়ার জ্যাকেট আর্দ্র পরিবেশে রাখা উচিত নয়। এছাড়া
কড়া রোদে শুকোতে দেওয়া উচিত নয়। চামড়ার জ্যাকেট সবসময় আলাদা তাকে রাখার
চেষ্টা করবেন।
লেদারের জ্যাকেট পরিষ্কার করবেন যেভাবে
চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে তা ইতিমধ্যে আপনারা জেনেছেন। এখন
লেদারের জ্যাকেট পরিষ্কার করবেন যেভাবে সেটাও জানা দরকার। লেদার
জ্যাকেট পরিষ্কার করা অন্য সব কাপড় থেকে অনেক আলাদা। লেদার জ্যাকেট
পরিষ্কার করার সময় একটা ভালো মানের ব্রাশ দিয়ে সাবান অথবা শ্যাম্পু
নিয়ে খুব সাবধানে পরিষ্কার করতে হবে। সামান্য পানি ব্যবহার করতে হবে
এবং পরিষ্কার করা শেষে পানি মুছে নিতে হবে। এবং হালকা রোদে শুকোতে হবে।
কারণ বেশি রোদে জ্যাকেটের ক্ষতি হয়।
শেষ কিছু কথা
আপনি যদি চামড়ার জ্যাকেটের যত্ন নেবেন যেভাবে আগে তা না জেনে থাকতেন
তাহলে আজকের আর্টিকেলের মাধ্যমে ভালোভাবে জানতে পারবেন। আজকে সম্পূর্ণ
আর্টিকেল জুড়ে চামড়ার জ্যাকেটের যত্ন এবং চামড়ার জ্যাকেট সম্পর্কে
যাবতীয় তথ্য দেওয়া হয়েছে অনেক সহজ ভাবে।
আরো পড়ুন : প্রতিদিন দই খেলে কি হয়
চামড়ার জ্যাকেট মানুষ শখ করে কিনে। তাই আমাদের অবশ্যই এটার সঠিকভাবে
যত্ন নিতে হবে। তাহলে একটা জ্যাকেট অনেক দিন সুন্দর ভাবে ব্যবহার করা
সম্ভব। আর চামড়ার জ্যাকেটের দামও একটু বেশি তাই বার বার সবার
পক্ষে কিনে সম্ভব হয়না। তাই এর সঠিক যত্ন নিতে হবে। এরকম আরো
গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এতোক্ষন আমাদের
সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ২৬১৪০
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url